সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
উদ্বোধনের অপেক্ষায় যমুনা নদীর ওপর নির্মাণাধীন রেল সেতু। শার্শায় জামায়াত কর্মিকে পিটিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী পৌর শাখা কমিটি গঠন। শার্শায় আনোয়ার ফিলিং স্টেশনের মালিকের বিরুদ্ধে জাল এফিডেভিডের অভিযোগ শার্শায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক সাইকেল আরোহি নিহত ভালুকায় সেনাবাহিনীর হাতে দুই মাদক কারবারি আটক। দিঘলিয়া প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় বীজ ও সার সরবরাহ কর্মসূচীর শুভ উদ্বোধন। নরসিংদী সদর হাসপাতালের বড়বাবু আওয়ামী লীগ নেতা মনসুর স্বাস্থ্য অধিদপ্তরের মূর্তিমান আতঙ্ক নরসিংদী চরদীগলদী ইউনিয়নের এম এ জামান ফকির পদে না থেকেও দলের জন্য এক নিবেদিত প্রাণ।

নরসিংদী জেলা পুলিশের অভিযানে ৩ শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার ৩।

নরসিংদী জেলা পুলিশের অভিযানে ৩ শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার ৩।

আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়ায় পুলিশ, র‍্যাবের মাদক বিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন, পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকার সাত্তার মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৪০), ঘোষপাড়া এলাকার মৃত সিফত মিয়ার ছেলে কবির হোসেন (৪০) ও বকুলতলার কাশেম মুন্সির ছেলে শাহাজাহান (৪৫)। এসময় তাদের কাছ থেকে ৩ শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ জুলাই) বিকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেন।
ওসি তানভীর আহমেদ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ, র‍্যাব-১১ নরসিংদীর সহকারী পরিচালক হাম্মাদ হোসেন, ম্যাজিস্ট্রেট রাজিব দাস, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ও উপপরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম নরসিংদী সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল সোয়া ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় সোহেলের বসত ঘরে অভিযান চালিয়ে মাদকের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৩ শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা একাধিক মামলার আসামী। তিনি আরও জানান, নরসিংদী থেকে মাদক নির্মূল ও মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। পরে আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত