মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের দোসর ইউপি চেয়ারম্যান হায়দার মোড়ল : বেরিয়ে আসছে একের পর এক অনিয়ম-দুর্নীতির তথ্য যশোর বিএনপির সমাবেশ সফল করতে শার্শায় আলোচনা সভা শেষে প্রচার মিছিল বিএনপির কাউন্সিল নির্বাচনে ভোটার ৪৫৯, ভোট পড়ল ৪৮৫ পলাশ উপজেলার ঘোড়াশাল ভাগ্যেরপাড়া জমিতে সাইনবোর্ড টাঙিয়ে তা জবরদখলের অভিযোগ। ভারত থেকে প্রায় ১৪ হাজার মেট্রিক টন চাল  আমদানি তারপরও কমছে না দাম বেনাপোলের পল্লীতে বিএনপি‘র দুই গ্রুপে সংঘর্ষ, আহত -৫ শার্শায় পৈতৃক সম্পত্তি দখল পেতে দ্বারে দ্বারে ঘুরছে কৃষক রহিত আলী দিঘলিয়া প্রেসক্লাব এর কার্যকারী সদস্য সুস্থতা কামনায় দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ  শার্শায় সত্য নারায়ণের মাঘী পূর্ণিমা গঙ্গা স্নান ও বাৎসরিক পূজা অনুষ্ঠিত  নরসিংদী শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আটক।

নরসিংদী চরদীগলদী ইউনিয়নের এম এ জামান ফকির পদে না থেকেও দলের জন্য এক নিবেদিত প্রাণ।

নরসিংদী চরদীগলদী ইউনিয়নের
এম এ জামান ফকির পদে না থেকেও দলের জন্য এক নিবেদিত প্রাণ।

আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদী সদর উপজেলার চরদিগলদী ইউনিয়নের এমএ জামান ফকির অত্যন্ত ভাল নম্র ভদ্র এবং জনপ্রিয় বিশিষ্ট সমাজসেবক দলের জন্য সব সময় এক নিবেদিত প্রাণ।

তার ব্যক্তিগত ক্যারিয়ারে যেমনটি করেছেন তিনি দলের জন্য,তেমনটি করেছেন দলের নেতাকর্মীদের জন্য। ফলশ্রুতিতে তিনি তৃণমূল বিএনপি থেকে শুরু করে নরসিংদী জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের কাছে এক নিবেদিত, নীপিরিত ও নির্যাতিত কর্মীদের আপনজন হওয়ার পাশাপাশি মানুষের বিপদ আপদের বন্ধু হিসেবে সকলের কাছে ইতোমধ্যে অতি সু-পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন। তবে একটি কথা না বললেই নয়,আজকের জায়গায় আসতে এমএ জামান দলীয় পদ পদবীতে না থাকলেও রাজনৈতিক ভাবে অনেক কাটগড়ী পোড়াতে হয়েছে। এম এ জামান ফকির এই বনাঢ্য রাজনীতি সবচেয়ে কাছ থেকে দেখেছে তৃণমূল বিএনপি কর্মীরা।

সেজন্য তৃণমূল কর্মীদের কাছে এম এ জামান ফকির একটি চাঁদের মতো আলোকিত নাম । এখনো দলের কর্মীরা কোন বিপদে তাকে ফোন করলে তিনি তাৎক্ষণিক তাদের সমস্যা সমাধান করে দেয় বলে একাধিক কর্মীরা জানান। উদাহরণ স্বরূপ বলা যায়, করোনাকালিন সময় তিনি প্রবাসে থেকেও জনগণের কল্যাণে কাজ করে গেছেন এবং ব্যক্তিগত উদ্যেগে নগদ অর্থ,খাদ্যে সামগ্রী সহ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

বিএনপি নিবেদিত একজন কর্মী বলেন, এম এ জামান ফকির ভাই হলো আমাদের মত অসহায় নির্যাতিত নিপীড়িত কর্মীদের আপনজন ও শেষ আশ্রয় স্থল। তিনি দলের শত বিপর্যে ও দলের কর্মীদের ছেড়ে কখনো সরেননি এবং কোন অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি।

তাই এম এ জামান ফকির অন্যায়ের কাছে হার মানেনি। পাশাপাশি রাজনীতিতে তার দূর দৃষ্টি সম্পন্ন মেধা থাকার কারণে নানা চড়াই উৎরাই পেড়িয়ে তিনি আজকের মতো জায়গায় আসতে পেরেছেন এবং চরদিগলদী নেতাকর্মীদের অত্যন্ত প্রিয় ও আস্তা ভাজন হতে পেরেছেন। গত ১৪ই সেপ্টেম্বর জাতীয় বীর কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম সম্পাদক নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য চরর্দীগলদী ইউনিয়নকর্মী সভায় আগমন উপলক্ষে নিয়েছিলেন ব্যাপক প্রস্তুতি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে খায়রুল কবির খোকনকে বিজয়ী করতে যেখানে যা লাগে সেভাবেই কাজ করে যাবেন। এম এ জামান ফকির বহুদিন যাবত প্রবাসে রয়েছেন তারপরও গ্রামে স্কুল মাদরাসা এতিমখানা,অসহায় দুঃস্থদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

চরদিগলদি ইউনিয়ন ঘুরে জানা যায় এম এ জামান ফকির আগের থেকে একজন দানশীল ব্যক্তি, রয়েছে পারিবারিক ঐতিহ্য মানব সেবায় করেছেন দৃষ্টান্ত স্থাপন।মুঠোফোনে এম এ জামান ফকির জানান আমি দেশে বা বিদেশে থাকি এটা বিষয় না আমি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নরসিংদী জেলার সিংহ পুরুষ খায়রুল কবির খোকনকে বিজয়ী করতে কাজ করে যাব এবং আমার এলাকার সকল মানুষের পাশে থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেবা করে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত