শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
নরসিংদীতে মাজার খানকা ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সুফিবাদিরা।
আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি।
সুফি দরবার, মাজার ও আখরায় উগ্র ধর্মান্ধ গোষ্ঠির হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, পাগল ফকিরদের হত্যা ও ওরশ মাহফিল আয়োজনে বাধা সৃষ্টির প্রতিবাদে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব সুফি সংস্থার আয়োজনে কয়েক হাজার লোকের এ মানববন্ধনে নরসিংদী জেলার বিভিন্ন দরবার ও খানকার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সারা দেশে প্রায় একশটি মাজার ভাংচুর, বিভিন্ন দরবারে অগ্নিসংযোগ ও লুটপাট করছে একটি ধর্মান্ধ গোষ্ঠী। কিন্তু প্রশাসন এ গোষ্ঠীকে থামাবার জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না। সম্প্রতি দু-একজন উপদেষ্টা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।’
তারা আরও বলেন, ‘কোনো মাজারে কিংবা দরবারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তা মেনে নেওয়া হবে না।
কোনো মাজার ভাংচুর না করতে ও মাজার সুরক্ষায় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
নরসিংদী জেলায়ও তিনটি মাজার ভাংচুর করা হয়েছে বলে দাবি করেছে বিশ্ব সুফি সংস্থা। তারা বলেন, সুফিবাদ একটি শান্তিপ্রিয় ধর্ম পালনকারী গোষ্ঠির নাম। এ নামে সুফিরা কারও বিরুদ্ধে লাঠি ধরে বদনাম নিতে চায় না। আলেম নামের জালেমরা যেভাবে বিভিন্ন স্থানে মাজার ও দরবারে হামলা ভাংচুর করছে, তার প্রতিবাদ করতে সুফিরা যদি নেমে যায়, তা হলে আলেমরা পালানোর জায়গা পাবে না।