বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সাবেক হুইপ ইকবালুর রহিমের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে এ নিয়ে ৩টি হত্যা মামলা হয়েছে ঘোড়াঘাটে আ্ইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক : থানা থেকে সরিয়ে নেয়া হলো সেনা সদস্যদের। ভালুকায় সাবেক ইউপি সদস্যের বিচার দাবিতে মানববন্ধন  দিঘলিয়ার গাজীরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছিনতাই ও হত্যা চেষ্টা মামলা দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ও করনীয় সমন্বয় সভা অনুষ্ঠিত। শার্শায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্কুলছাত্রী আত্মহত্যা প্ররোচণা মামলায় দুই কিশোরের নামে চার্জশিট নরসিংদীতে মৎস্যজীবী লীগের সদস্য লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিঘলিয়ায় ওয়াল্টন ও সিঙ্গার শোরুমে লুটপাট এর ঘটনায় অভিযোগ দায়ের। যশোরের শার্শায় ছাত্রলীগ নেতা মফিজ ফেন্সিডিলসহ আটক

নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় ৩৩ জনের নামে মামলা অজ্ঞাত ৫০।

নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় ৩৩ জনের নামে মামলা অজ্ঞাত ৫০।

আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে তমাল নামে এক ছাত্রের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে।

রবিবার (১৮ আগষ্ট) এডভোকেট শিরিন আক্তার শেলী বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে ১। কাইয়ুম (৪৫), পিতা- হক সরকার, সাং- রাঙ্গামাটি, থানা ও জেলা- নরসিংদী, ২। রিমন (২৮), পিতা- কাজল মিয়া, সাং- পূর্ব ব্রাহ্মন্দী, শিক্ষা চত্ত্বর, থানা ও জেলা-নরসিংদী, ৩। দীপক সাহা (৫৫), পিতা- সুরুজ সাহা, সাং- সেবা সংঘ, খানা ও জেলা-নরসিংদী, ৪। বশির (৩০), পিতা- জাকির মিয়া, সাং- হাজীপুর, থানা ও জেলা-নরসিংদী, ৫। ওহিদুল (৩৫), পিতা- মৃত শাহার আলী, সাং- কমিরপুর, ২নং ওয়ার্ড, থানা ও জেলা-নরসিংদী, ৬। ইব্রাহীম ওরফে কালা ইব্রাহীম (৩০), পিতা- মোঃ কাদির মিয়া, সাং- পশ্চিম ভেলানগর, থানা ও জেলা-নরসিংদী, ৭। ছাব্বির (২৫), পিতা- ইউসুফ মোল্লা, সাং- পূর্ব ব্রাহ্মন্দী, শিক্ষা চত্ত্বর, থানা ও জেলা-নরসিংদী, ৮। রাকিব (২৭), পিতা- ইউসুফ মোল্লা, সাং- পূর্ব ব্রাহ্মন্দী, শিক্ষা চত্ত্বর, থানা ও জেলা-নরসিংদী, ৯। শাহজালাল, পিতা- হাসেম মিয়া, সাং- বানিয়াছল, থানা ও জেলা-নরসিংদী, ১০। আনজুমান আরা রিচি (৩৫), পিতা- মিজান, সাং- শিলমান্দি, থানা ও জেলা-নরসিংদী, ১১। রবিউল আলম একমি (২৫), পিতা-ফেরদৌস আলম, সাং- পূর্ব ব্রাহ্মন্দী (শিক্ষা চত্ত্বর), থানা জেলা- নরসিংদী, ১২। সুজয় রায়হান (২৮), পিতা- জহির মিয়া, সাং- হাজীপুর, মৌলভীপাড়া, সাং- খালপাড়, থানা ও জেলা- নরসিংদী, ১৩। সৌরভ, পিতা- আলতাফ সরকার, সাং- বৌয়াকুর ইনডেক্স প্লাজার পিছনে, থানা ও জেলা- নরসিংদী, ১৪। জাকির হোসেন বাবু (৩০), পিতা- আনোয়ার মাষ্টার, সাং- পূর্ব ব্রাহ্মন্দী, থানা ও জেলা- নরসিংদী, ১৫। শাহরিফ খান (২৭), পিতা- সফিক খান, সাং- ভরতেরকান্দী, থানা- শিবপুর, জেলা- নরসিংদী, ১৬। জোবায়েত সরকার (২৯), পিতা- কাজিম মিয়া, সাং- বুইদ্দামারা, থানা ও জেলা- নরসিংদী, ১৭। এস,এম ওয়াজেদ জয় (২৭), পিতা-ওহীদ সরকার, সাং-রাঙ্গামাটি, থানা ও জেলা-নরসিংদী, ১৮। মেহেদী পিতা-আব্দুল হান্নান, সাং- পুরান জজ কোর্ট, থানা ও জেলা- নরসিংদী, ১৯। আনিক আলম রিয়েল (২৫), পিতা- মোবারক হোসেন, সাং- মধ্য কান্দাপাড়া, থানা ও জেলা-নরসিংদী, ২০। ইব্রাহীম খলিল কনক (৩০), পিতা- বুইট্টা কাজল, সাং- ব্রাহ্মন্দি, থানা ও জেলা- নরসিংদী, ২১। রুশদী (২৭), পিতা- কাজল মিয়া, সাং- পূর্ব ব্রাহ্মন্দি, শিক্ষা চত্বর, থানা ও জেলা-নরসিংদী, ২২। ইয়াছমিন (৫০), স্বামী- ইকবাল হোসেন, সাং- বকুল তলা সিটি স্কুলের বিল্ডিং, থানা ও জেলা- নরসিংদী, ২৩। রুনা (৫০), পিতা- এরফান সরাকর, সাং- ব্যাপারী পাড়া, থানা ও জেলা-নরসিংদী, ২৪। সোমা সরকার (৪৭), পিতামৃত- জসিম উদ্দিন, সাং- উত্তর সাটিরপাড়া, থানা ও জেলা- নরসিংদী, ২৫। আইরিন (৪৫), স্বামী- সাখাওয়াত, হাল সাং- পশ্চিম ব্রাহ্মন্দি, টাওয়াদী, থানা ও জেলা- নরসিংদী, ২৬। আগুন, পিতা- নান্নু, সাং- খালপাড়, থানা ও জেলা-নরসিংদী, ২৭। আজিজুল ইসলাম সিফাত, পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা ও জেলা- নরসিংদী, ২৮। গাজী রকিবুল ইসলাম শান্ত, পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা ও জেলা-নরসিংদী, ২৯। হাসান, পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা ও জেলা-নরসিংদী, ৩০। আব্দুল মান্নান (৫০), টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি, সাং- গাবতলী, থানা ও জেলা-নরসিংদী, ৩১। সোহেল ভূইয়া (৪৫), পিতা- আবু সাইদ, সাং- কুমিল্লা কলোনী, থানা ও জেলা-নরসিংদী, ৩২। শ্যামল (৩০), পিতা- গনি মিস্ত্রি, সাং- সাটিরপাড়া, কুমিল্লা কলোনী, থানা ও জেলা-নরসিংদী, ৩৩। নিহাল (২০), পিতা- দেলোয়ার হোসেন দীপু, সাং- ১৮৮/২ উত্তর সাটিরপাড়া, থানা ও জেলা-নরসিংদীসহ অজ্ঞাতনামা আরো ৫০ জনের বিবাদীর বিরুদ্ধে এই মামাটি দায়ের করা হয়েছে।

 

মিছিলটি পৌর শহরের উপজেলার মোড়ে আসতেই তমালের ওপর হামলা করে তাকে মারধর করে আহত করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে একটি ফার্মেসিতে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা এভারকেয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তমালকে আইসিওতে ভর্তি করা হয়।
এডভোকেট শিরীন আক্তার শেলী মামলার আর্জিতে উল্লেখ করেন ওই দিন আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা ও মারধরের পর তমাল শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে,তার মাথার খুলি ভেঙ্গে যায়। ২ই আগস্ট ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের হামলার শিকার হন।

চিকিৎসা নেয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় মামলা করতে দেরি হয়েছে বলে উল্লেখ করেন।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত