বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
নবম শ্রেণী ছাত্রী বজ্রপাতে নি,হত দিনাজপুরে
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধ।
দিনাজপুর সদর উপজেলা ৭ নং উথুরাইল ইউনিয়নের গোবীনাথপুর কাসারিপাড়া ফইজউদ্দিন রহমান বাবুর মেয়ে নবম শ্রেণী ছাত্রী ফরিদা আক্তার(১৫)
বাবা অটো রাইস মিলের শ্রমিকের কাজ করতেন
শনিবার বিকাল সাড়ে পাঁচটার পর গোদাগাড়ী কোচিং থেকে তিন বান্ধবী মিলে বাড়ি ফেরার মাঝপথে বজ্রপাতে ফরিদাসহ তিন বান্ধবী আহত হন।
এ সময় ফরিদাকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাসায় নিয়ে যায়। ফরিদার অবস্থা আশঙ্কা জনক দেখা দিলে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে এম্বুলেন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনুযায়ী গোদাগাড়ী বাজারে আসলে তার আগেই স্থানীয় ডাক্তার,মৃত্যু ঘোষণা করেন ফরিদা আক্তারকে।
মৃ,ত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শখের ছায়া নেমে আসে,এদিকে আরো দুই বান্ধবীকে স্থানীয় ডাক্তার চিকিৎসা দিলে দুজনে সুস্থ আছেন বলে স্থানীয়রা জানান।
দিনাজপুর সদর উপজেলা ৭ নং উথুরাইল ইউনিয়নের
চেয়ারম্যান রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।