বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ও করনীয় সমন্বয় সভা অনুষ্ঠিত।
মােঃ জাহিদ হোসেন, , দিনাজপুর প্রতিনিধি //
দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ও করনীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় সমন্বিতভাবে মতবিনিময় ও করনীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২ সেপ্টেম্বর, ২০২৪) সকাল ১০ টায় দিনাজপুর শহরের মাতাসাগরস্থ পালকীয় কেন্দ্রের প্রশিক্ষন মিলনায়তনে অনুষ্ঠিত
মতবিনিময় সভায়
বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গড়া ও বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন বক্তারা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি),
মুঃ আব্দুর রহিম।
দিনাজপুর জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোর্শেদ আলী খানের সভাপতিত্বে
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন
দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন
ওয়ার্ল্ড ভিশন
দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের প্রকল্প কর্মকর্তা তাপস।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক এনজিও প্রতিনিধি, নিকাহ রিজিষ্ট্রার, ধর্মীয় নেতা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, শহর উন্নয়ন কমিটির সদস্য, শিশু ফোরামের সদস্য ও যুব ফোরামের সদস্য অংশগ্রহণ করেন।