বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
দিনাজপুরের নশিপুরে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি //
দিনাজপুরের নশিপুরে অবস্থিত বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের অবিলম্বে পদত্যাগ ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন দিনাজপুরবাসি ও ইনস্টিটিউটের কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীরা।
রবিবার (২৫ আগস্ট ২০২৪) সকাল ১১টায় ইনস্টিটিউটের সামনে দিনাজপুর-দশমাইল মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে অবিলম্বে দুর্নীতিবাজ অর্থ আত্মসাৎকারী ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের পদত্যাগ ও তার বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাম ফারুক অপসারণ আহবায়ক কমিটির প্রধান ও গম গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী মোঃ আসাদুজ্জামান বুলেট, শ্রমিক নেতা মোঃ সুলতান আলী মজনু, মোঃ মোখলেছুর রহমান, মোঃ মতিউর রহমান প্রমুখ। মানববন্ধনে দুর্নীতিবিরোধী
সচেতন দিনাজপুরবাসীসহ
শতাধিক শ্রমিক কর্মচারী অংশগ্রহণ করেন।
এর আগে সকালে শ্রমিক কর্মচারিরা মানববন্ধনের প্রস্তুতি নিলে এস এ রুবেল ও ডিজির গাড়ী চালক মিজানুর রহমানের নেতৃত্বে ইনস্টিটিউটের একজন কর্মকর্তা শ্রমিক কর্মচারী বন্ধনে হামলা করে। তাদের হামলায় গম গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক মোঃ আসাদুজ্জামান চৌধুরী ও মোঃ নূরে আলম নামে দুজন কর্মকর্তা আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।