মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
দিঘলিয়ায় বীজ ও সার সরবরাহ কর্মসূচীর শুভ উদ্বোধন।
এস.এম.শামীম দিঘলিয়া।
দিঘলিয়ায় বীজ ও সার সরবরাহ কর্মসূচীর শুভ উদ্বোধন গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তর কনফারেন্স রুমে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। এ সময় শীতকালীন বিভিন্ন প্রজাতির শাক সবজির বীজ ও সার কীটনাশক প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুম বিল্লাহ, বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আরিফ হোসেন, কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম সহ – আরো অনেকে। দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় দুইশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আবাদ ও ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে, দুই প্রকারের সার, রবি মৌসুমে উৎপাদিত- লাউ, সিম, মিষ্টি কুমড়া,
বাধা কফি, ফুলকপি,
মরিচ ও টমেটোর বীজ বিনা মূল্যে বিতরণ বিতরণ করা হয়।