মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের দোসর ইউপি চেয়ারম্যান হায়দার মোড়ল : বেরিয়ে আসছে একের পর এক অনিয়ম-দুর্নীতির তথ্য যশোর বিএনপির সমাবেশ সফল করতে শার্শায় আলোচনা সভা শেষে প্রচার মিছিল বিএনপির কাউন্সিল নির্বাচনে ভোটার ৪৫৯, ভোট পড়ল ৪৮৫ পলাশ উপজেলার ঘোড়াশাল ভাগ্যেরপাড়া জমিতে সাইনবোর্ড টাঙিয়ে তা জবরদখলের অভিযোগ। ভারত থেকে প্রায় ১৪ হাজার মেট্রিক টন চাল  আমদানি তারপরও কমছে না দাম বেনাপোলের পল্লীতে বিএনপি‘র দুই গ্রুপে সংঘর্ষ, আহত -৫ শার্শায় পৈতৃক সম্পত্তি দখল পেতে দ্বারে দ্বারে ঘুরছে কৃষক রহিত আলী দিঘলিয়া প্রেসক্লাব এর কার্যকারী সদস্য সুস্থতা কামনায় দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ  শার্শায় সত্য নারায়ণের মাঘী পূর্ণিমা গঙ্গা স্নান ও বাৎসরিক পূজা অনুষ্ঠিত  নরসিংদী শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আটক।

দিঘলিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ।

দিঘলিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ।

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।

দিঘলিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ২৮ শে অক্টোবর বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কবীরুল ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা এদেশে হত্যা, জুলুম-নির্যাতন, গায়বী মামলা, গুম, খুন, লুটপাটের রাষ্ট্র গড়ে তুলেছিল। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্রীয় নেতাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসি দিয়ে শহিদ করেছে। এদেশের দেশ প্রেমি ছাত্র জনতা জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসরদের ক্ষমতার মসনদ ছেড়ে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এ রক্ত স্নাত বিপ্লবকে জামায়াতে ইসলামী বৃথা হতে দিবে না। শেখ হাসিনাসহ তার দোসরদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে চালিত জামায়াত শিবির নেতাদের ওপর চালানো লগি বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবীতে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
দিঘলিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনার আঞ্চলিক সহকারি পরিচালক খান গোলাম রসূল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য স ম এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক দিঘলিয়া উপজেলা আমির ও খুলনা জেলা শুরা সদস্য মাওলানা শহিদুল্লাহ, জামাতে ইসলামী দিঘলিয়া উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কর্ম পরিষদ সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আঃ রহিম। বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ শওকত মোড়ল, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোল্লা খলিলুর রহমান,সেনহাটি ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান, গাজীহাট ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীও ছাত্র শিবিরের সকল পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত