শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
যশোরের শার্শা উপজেলায় বেলতলা আমবাজার থেকে কেমিক্যাল মিশ্রিত আম বাজারজাত করন শুরু নরসিংদীতে জুলাই আন্দোলনের আহতদের চেক বিতরণ, বঞ্চিতদের ক্ষোভ ও যাচাই নিয়ে বিতর্ক কাজ ভাগিয়ে নিতে কোটি টাকা দুর্নীতি: নরসিংদী জেলা কারাগার প্রকল্পে বিশ্বাস বিল্ডার্সের দাপট। নরসিংদীতে পুলিশের অভিযানে চাকুরীর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক গ্রেফতার নোয়াখালীতে র‌্যাব-১১ অভিযানে ১১ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নরসিংদীতে কাভার্ড ভ্যান চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, পরিবারের নিরাপত্তার দাবি। জাহিদুল কবির ভূঁইয়া: নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নেতৃত্বে এক উজ্জ্বল নাম। নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ দিনাজপুরে গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কার করার চেষ্টা নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত খায়রুল কবির খোকন, ভাইরাল ছবিতে যুবদল-ছাত্রদলের উচ্ছ্বাস

দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন নরসিংদী চেম্বার অব কমার্স।

দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন নরসিংদী চেম্বার অব কমার্স।

নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে নরসিংদী পৌর শহরের হযরত কাবুল শাহ মাজার তরোয়া মাঠে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রেন্টু (সিআইপি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। দেড় হাজার পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি ঈদ উপহার বিতরণ করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, পরিচালক মো: দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, ইফরান আহমেদ মোল্লা রিপন, মো: সারোয়ার হোসেন ভূঞা ঝন্টু ও নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, দেশে আর কোন স্বৈরাচার আসবে না, আর এদেশের সম্পদ লুটপাট হবে না। এদেশে দুঃখী, দরিদ্র, কৃষক, শ্রমিক মেহনতী মানুষ তারা যেন এদেশে সুখে শান্তিতে থাকতে পারে। আর কোন লুটেরা কোন লুটপাট, দূর্নীতি করে অন্যায় নির্যাতন করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পাড়ে সেই বিষয়ে আপনারা সবাই সজাগ থাকুন।

তিনি আরো বলেন, আগামী দিনে একটি জনগনের সরকার প্রতিষ্ঠা করে এই সমস্যা দূর হবে। এদেশের দারিদ্র্য মানুষগুলোকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেই ব্যাপারে রাজনৈতিবীদ, সমাজ সচেতন ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ীদের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত