বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
জমকালো আয়োজনে সাপ্তাহিক আজকের চেতনার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মাসুদ রানা বাবুল ঃ
৫ই ডিসেম্বর ২০২৪, নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন পত্রিকাটি ৩৩তম বর্ষে পদার্পণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী।
আলোচনা সভায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ:
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ। বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক ও নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল এবং সমন্বয়ক নুরুজ্জামান পিটু।
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম সদর উপজেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সরকার, তালাত মাহমুদও উপস্থিত ছিলেন। এছাড়া আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক মাইনুদ্দিন সরকার এবং নরসিংদী সদর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল করিমও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের ভূমিকা ও পত্রিকার লক্ষ্য
আলোচনা সভায় বক্তারা পত্রিকার দীর্ঘ যাত্রায় এর সাহসী ভূমিকার প্রশংসা করেন। তাঁরা জানান, আজকের চেতনা স্বাধীন সাংবাদিকতার ধারায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পত্রিকার প্রতিনিধিরা ভবিষ্যতে আরও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের কাছে সত্য তুলে ধরার অঙ্গীকার করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি আয়োজনটিকে জমকালো করে তোলে।