শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
যশোরের শার্শা উপজেলায় বেলতলা আমবাজার থেকে কেমিক্যাল মিশ্রিত আম বাজারজাত করন শুরু নরসিংদীতে জুলাই আন্দোলনের আহতদের চেক বিতরণ, বঞ্চিতদের ক্ষোভ ও যাচাই নিয়ে বিতর্ক কাজ ভাগিয়ে নিতে কোটি টাকা দুর্নীতি: নরসিংদী জেলা কারাগার প্রকল্পে বিশ্বাস বিল্ডার্সের দাপট। নরসিংদীতে পুলিশের অভিযানে চাকুরীর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক গ্রেফতার নোয়াখালীতে র‌্যাব-১১ অভিযানে ১১ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নরসিংদীতে কাভার্ড ভ্যান চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, পরিবারের নিরাপত্তার দাবি। জাহিদুল কবির ভূঁইয়া: নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নেতৃত্বে এক উজ্জ্বল নাম। নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ দিনাজপুরে গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কার করার চেষ্টা নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত খায়রুল কবির খোকন, ভাইরাল ছবিতে যুবদল-ছাত্রদলের উচ্ছ্বাস

গদখালী রেলস্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ বাধা পড়লো বেনাপোল এক্সপ্রেস।

গদখালী রেলস্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ
বাধা পড়লো বেনাপোল এক্সপ্রেস।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোরের ঐতিহ্যবাহী গদখালী রেলস্টেশন পুনরায় চালুর দাবিতে এবার একট্টা হয়েছে এলাকাবাসী। রোববার ১৫ জুলাই ঝিকরগাছা উপজেলার এ রেলস্টেশনটি চালুর দাবিতে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ও বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি একাত্ম হয়ে স্থানীয় পেশাজীবী মানুষের সাথে নিয়ে রেলপথ অবরোধ করেছে।

দীর্ঘদিন বন্ধ থাকা এ রেলস্টেশনটি পুনরায় চালু করার জন্য স্থানীয়রা দীর্ঘদিন আন্দোলন করলেও কোনো প্রতিকার পাচ্ছে না। এসময় স্থানীয়রা বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি গদখালী এলাকায় পৌছালে ট্রেনটি আটকে দেন। অবরোধে শত শত স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। এ নিয়ে তারা প্রশাসনের কাছে সাতদফা দাবি জানিয়েছেন।

অবরোধকারীরা বলেন, গদখালী রেলস্টেশনটি চালু হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে। এছাড়া এলাকার অর্থনীতিরও উন্নতি হবে। কারণ দেশে ফুলের রাজধানী হিসেবে পরিচিতি গদখালী এলাকা। দেশের ফুলের চাহিদার ৭০ শতাংশই যোগান দেয় এলাকার চাষিরা। দূর-দূরান্ত থেকে বেপারিরা এসে এখান থেকে ফুল কিনে নিয়ে যায়। সাধারণত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, খুলনার বেপারিরা ফুল কিনতে আসেন। সেক্ষেত্রে দেশের সকল অঞ্চলের মানুষের সুবিধার্থে এই গদখালী রেলস্টেশনটি দ্রুতই চালু করার দাবি জানান তারা।

অবরোধে উপস্থিত ছিলেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আহবায়ক জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহবায়ক অ্যাড. আমিনুর রহমান হিরু, সদস্য এস এম হাবিব, ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ এলাকার সকল পেশাজীবী মানুষ। এছাড়া অবরোধে সংহতি জানিয়ে অংশগ্রহন করে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি, বাংলাদেশ প্রেসক্লাব, সেবা সংগঠন ঝিকরগাছা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিষদ, রিপোটার্স ক্লাব ঝিকরগাছা, ঝিকরগাছা কৃষক সমিতি, গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি, গদখালী উদীচী শিল্পীগোষ্ঠী, স্বজন চক্র গদখালী, পানিসারা গ্রাম উন্নয়ন কমিটি প্রমুখ।#

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত