শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
– ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে কর্মরত গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, গাড়ি ও অফিস ভাঙচুরের প্রতিবাদে যশোরের বেনাপোল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২১আগস্ট) সকালে ১১ সমায় কাস্টম হাউজের সামনে যশোর- কলকাতা রোড শার্শা উপজেলা সকল প্রেসক্লাব, বেনাপোল, শার্শা, নাভারণ,বাগআচড়া, কর্মরত গণমাধ্যমকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল, সভাপতি মোঃসাইিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোঃমনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃআইব হোসেন পক্ষী,রাসেল ইসলাম, আরিফুজ্জামান সেন্টু, লোকমান হোসেন রাসেল, রিপন, সাগর আহমেদ, প্রেসক্লাব বেনাপোল সহ সভাপতি মোঃ জামাল হোসেন,কাজী শাহজাহান সবুজ, সাধারণ সম্পাদক মোঃবকুল মাহবুব,মোঃ সেলিম, আব্দুর রহিম, মশিউর রহমান কাজল, রাশেদুজ্জামান রাশু, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব বকুল মাহবুব
মানববন্ধনে বক্তারা বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ, কালের কণ্ঠ, নিউজ টোয়েন্টি ফোর, টি স্পোর্টস টেলিভিশন, ডেইলি সান ও রেডিও ক্যাপিট্যালের বেশ কয়েকটি গাড়ি, গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমে হামলাকারীরা যেই হোক অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওয়তায় আনতে হবে। সরকার পরিবর্তন কিংবা মালিকপক্ষের সাথে শত্রু-মিত্রতার জের ধরে কখনোই গণমাধ্যমের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের আইনের আওয়তায় না আনা হলে সাংবাদিকরা বৃহৎ পরিসরে রাজপথে নামতে বাধ্য হবে।#