শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
কুমিল্লায় বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দধারা বিদ্যাপীঠ এর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দধারা বিদ্যাপীঠ এর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।
আনন্দধারা বিদ্যাপীঠ এর অধ্যক্ষ আফরোজা হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ, আনন্দধারা বিদ্যাপীঠ এর পরিচালক মাকসুরা মোস্তফা, প্রধান উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন, দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি সাইফ উদ্দিন রনী, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ অন্যান্য শিক্ষক অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এতে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে স্কুলের শিশু শিক্ষার্থীরা নাচ-গান, আবৃত্তি পরিবেশন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।